ঈদে যান চলাচল নিরাপদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কের পাশে হাটবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।
গত শুক্রবার থেকে শুরু এই কার্যক্রম ঈদ পরবর্তী অব্যাহত থাকবে। এছাড়া দুর্ঘটনারোধকল্পে মাইকিং করে করে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় বাস মালিক-শ্রমিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মহাসড়কে পণ্যবাহী ট্রাকে যাত্রী উঠা, ট্রাক-পিকআপে যাত্রী পরিবহণ, যত্রতত্র বাস থামানো ও লক্করঝক্কর গাড়ি চালানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মহাসড়কে ত্রি হুইলার চলাচলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত