একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং সবার সঙ্গে ঈদের খুশিকে ভাগ করে নেওয়ার লক্ষ্যে, প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মধ্যে ঈদের পোষাক ও নগদ অর্থ বিতরণ করেছে ‘বাবুল আখতার মেমোরিয়াল ফাউন্ডেশন’।
সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সম্পাদক বাবুল আখতারের নামে গঠিত এ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করেন তার সহধর্মিণী নেহারুন নেছা। গত দুই দিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানিকভাবে সুবিধাঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। এসব ঈদের উপহার পেয়ে উচ্ছ্বাসিত হতদরিদ্র শিশুরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নেহারুন নেছা জানান, মূলত সমাজের সুবিধাবঞ্চিত নারী-শিশুদের সঙ্গে ঈদানন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই আমরা ঈদ উপহার দিয়ে থাকি। তাদের মুখে এক চিলতে হাসি ফুটাতে পারাটা আমাদের জন্যে পরমান্দের।
বিডি প্রতিদিন/আরাফাত