দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাটের টিএন্ডটি মোড় এলাকায় ভুট্টা বোঝাই ট্রাক-সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টা বোঝাই ট্রাকের চালক গোলাম রব্বানী ও হেলপার রেজওয়ান নিহত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই তামিম (১৩) নিহত এবং তার বড় ভাই শাকিব (৩০) আহত হয়েছেন।
নিহত ট্রাক চালক গোলাম রব্বানী (৫০) জয়পুরহাট সদরের চৌমূহনী ও চালকের হেলপার রেজওয়ান (৩৫)একই এলাকার এবং তামিম (১৩) বীরগঞ্জ পৌরসভার হাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি মো.আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সার বোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিলো। পথে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও চালকের হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে আত্মীয়ের বাসা থেকে ফিরে আসার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর তামিম নিহত হয়েছে। তার বড় ভাই গুরুতর আহত হয়েছে। ট্রাক আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ