চলমান তীব্র দাবদাহ ওগরম থেকে রক্ষায় দিনাজপুরে শ্রমজীবী মানুষের মধ্যে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জীবন বাচাঁতে কাজ করা রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
শুক্রবার সকাল থেকে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়, বিভিন্ন সড়কে রিকশাচালক, ভ্যানচালক ও ইজিবাইক চালকসহ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেনারেল হাসপাতালের ইউনানি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম রাজ, কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ