গাইবান্ধায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, প্রাক্তন পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে শহরের ১নং রেলগেটের জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা, গাইবান্ধা সরকারি কলেজ সংসদের সাবেক জি. এস বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান রঞ্জু। এ সময় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, এ্যাড. মুরাদ জামান রব্বানী, অশোক আগরওয়ালা, আল-মামুন মোবারক, আমিনুল ইসলাম পিপুল প্রমুখ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, যুবনেতা নাহিদ হাসান প্রমুখ।
সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী রণজিৎ সরকার ও উদীচী, দারিয়াপুর শাখার শিল্পীবৃন্দ। পরে একটি নীল পতাকাবাহী র্যালি শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ