বরগুনার আমতলীতে তীব্র তাপপ্রবাহে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ খেটে খাওয়া ও সাধারণ মানুষ। এমন সময়ে বরগুনার আমতলীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আমতলী সরকারী কলেজ চত্ত্বরে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আমতলী সরকারী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন উপস্থিত মুসুল্লিরা।
নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, গত কয়েক দিনে প্রচণ্ড রোদ ও দাবদাহে আমতলীসহ সারাদেশের মানুষ নাকাল হয়ে পড়েছে। এজন্য রহমতের বৃষ্টির জন্য মুসুল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ