সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে আফজাল মাতুব্বর (৫০) নামে এক কৃষকের বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার ছোট ভাইজোড়া গ্রামে আজ শুক্রবার বিকেলে।
জানাগেছে, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের আফজাল মাতুব্বর শুক্রবার বিকেলে বাসায় সিলিং ফ্যান মেরামত করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফজাল মাতুব্বরের ছেলে জহিরুল ইসলাম বলেন, বাবা ঘরের সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আইরিন আলম বলেন, হাসপাতালে আনার পূর্বেই বিদ্যুৎস্পৃষ্টে আহত আফজাল মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ