গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ ওলিয়ার শরীফের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মধুমতি বাওড়ের পরানপুর গরুর হাটের কাঠের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওলিয়ার শরীফ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামের মৃত কালা শরীফের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান। তিনি আরো জানান, ওলিয়ার শরীফ দুই দিন আগে পরানপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। সন্ধান না পেয়ে ডুবুরি দল অভিযান বন্ধ ঘোষণা করে চলে যায়। শুক্রবার সকালে মধুমতি বাওড়ে কাঠের সেতুর নিচে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পানিতে নেমে মরদেহটি উদ্ধার করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল