টঙ্গী বাজার মরিয়ম ম্যানশন মার্কেটে একটি পেপার হাউজের কর্মচারী মো: রাব্বি হোসেন (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ এর পিছনে পারভিন আক্তারের ৬ তলা বাড়ির চারতলা থেকে রাব্বির লাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিক ইয়াছিন ও ইয়াকুবকে আটক করেছে পুলিশ। নিহতের ঘায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ বলছে হত্যা আবার কেউ বলছেন আত্মহত্যা।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী বাজারে একটি পেপার হাউজে দোকান কর্মচারী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন রাব্বি। দোকানের টাকা চুরি করার অভিযোগে আজ সকালে ইয়াছিন ও ইয়াকুব বেদম মারধর করে ওই কর্মচারীকে। পরে বিকালে পুলিশ খবর পেয়ে ভাড়া বাসা থেকে রাব্বির লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন বলছেন, রাব্বিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলছেন চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করে। নিহত রাব্বি নোয়াখালি জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর এলাকার নূর নবীর ছেলে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ময়নাদন্তের জন্য লাশ গাজীপুরে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার প্ররোচণায় থানায় মামলা হবে।
বিডি প্রতিদিন/এএ