টাঙ্গাইলে দায়ের কোপে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলায় রানাগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার রানাগাছা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হালিম ছেলে সায়েম। তিনি সদর উপজেলার গোসাই যোয়াইর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। এ ঘটনায় ওবায়দুরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধার পর সায়েম প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ির লোকজন জানতে পারে সে গ্রামের রানাগাছা রাস্তার পাশে পড়ে আছে। সায়েমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সায়েম মারা যায়।
টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন ও নিহত সায়েমের স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিলেও অল্প সময়ের মধ্যেই মারা যায় সে। তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয় টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সায়েমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/এএ