সম্প্রতি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়কে যানবাহনের দ্রুত গতির কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এজন্য বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের দ্রুত গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুন্সীগঞ্জে শ্রীনগরের ষোলঘরে মহাসড়কের চলাচলরত যানবাহনে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বিআরটিএর চেয়য়ারম্যান (গ্রেড-১) অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিআরটিএ’র সদর কার্যালয়ের আদালত-০৪ এর ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ অভিযান পরিচালনা করেন।
এসময়ে মহাসড়কে ৯৫ থেকে ১১৫ গতিতে যেসব যানবাহন চলাচল করে, সেগুলোতে জরিমানা করা হয়েছে। ৮টি যানবাহনে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন, ঢাকা সার্কেলের বিআরটিএর সহকারী পরিচালক মো. মুছা, হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বিআরটিএ’র মুন্সীগঞ্জের মটোরযান শাখার পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।
বিডি প্রতিদিন/এমআই