কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারীতে পৃথকভাবে অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি এলাকা থেকে মাদকসহ তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করে।
এসময় তাদের সাথে থাকা ১১৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বারইগাঁও গ্রামের কুখ্যাত মাদক কারবারি দেলোয়ার হোসেন (৪২) ও একই জেলার পশ্চিম আপাড়া গ্রামের আশরাফুল ইসলাম(৩০)।
অপরদিকে, জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল শনিবার ভোররাতে রৌমারী থানার সদর ইউনিয়নের চর বামনের গ্রামের কুখ্যাত মাদক কারবারি এনামুল হক (৩২) এর বসতবাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় পুর্বের আরো ৪টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম