কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিনের বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। দেবিদ্বার পৌর এলাকার বিজলিবাঞ্জার, বড় আলমপুর ও রঘুরামপুরে এইসব ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরে দেবিদ্বার পৌর এলাকার বিজলিবাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লাহর একমাত্র মেয়ে রাইসা (৭) পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় বিজলিবাঞ্জার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।
ওই শিশুর চাচা মো. ফারুক মিয়া জানান, তার ভাতিজি রাইসা বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। এক সময় তার সাথের বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও রাইসা বাড়ি ফিরেনি। প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার পথে তাকে পুকুরে ভাসতে দেখেন।
বিকেল সাড়ে ৪টায় একই উপজেলার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের সাংবাদিক সফিউল আলম রাজীবের বাড়ির পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়। বিকেলে শিশুটির মা পুকুরে গোসল করতে যান। শিশু সালমা বাচ্চাদের সাথে খেলা করছিল। শিশুটির মা ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভাসতে দেখেন। সালমা (১৮ মাস) বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানান, শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাড়ির পুকুরের পানি থেকে ৩ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। মৃত্যু নিশ্চিত জেনে রেজিস্ট্রারে পুরো পরিচয় না দিয়েই স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে বাড়ি চলে যান।
বিডি প্রতিদিন/এএম