পটুয়াখালীর বাউফলে জাতীয় শ্রম দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে শ্রমিকগীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শ্রমিকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বাউফল উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও মটরচালক লীগ দিবসটি পালন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, রিয়াজ শিকদার, ইব্রাহিম খলিল শামসুল কবির নিশাত প্রমুখ। সাভাশেষে দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ