২৩ মে, ২০২৪ ১৮:১৬

বিষ খাইয়ে সন্তান হত্যা, মা-বাবা গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বিষ খাইয়ে সন্তান হত্যা, মা-বাবা গ্রেফতার

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষ খাইয়ে নিজের প্রতিবন্ধী শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে হবিগঞ্জের দক্ষিণ চাতুল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের রাশেদ মিয়া ও শাপলা বেগমের দুই বছরের সন্তান ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারতো না। বাবা মা তার দেখাশোনা করতে গিয়ে অধৈর্য হয়ে গত শুক্রবার বিকেলে সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিশুটি মারা যায়। এ ঘটনায় ওইদিনই শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার বাবা-মা তাদের প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর