২৬ মে, ২০২৪ ১৩:৪৭

দুর্বল বেড়িবাঁধ মেরামতে কোদাল খোন্তা হাতে নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দুর্বল বেড়িবাঁধ মেরামতে কোদাল খোন্তা হাতে নারী-পুরুষ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার উপকূলীয় কয়রায় দুর্বল বেড়িবাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন গ্রামের নারী-পুরুষরা। 

রবিবার (২৬ মে) দুপুরে কয়রার দক্ষিণ বেতকাশি ইউনিয়নে চরামুখা মেদের চর, মহেশ্বরীপুর নয়ানী এলাকায় কোদাল-খোন্তা দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ উচু করতে দেখা যায়। নদনদীতে পানি বাড়লে যে কোন সময় দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকেই দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে। লাল পতাকা টানিয়ে ও মাইকিং করে সতর্কতা জানানো হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। 

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, ইউনিয়নের ঘড়িলাল থেকে চরামুখা খেয়াঘাট, খেয়াঘাট থেকে হলদিবুনিয়া পর্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী কিছু এলাকায় স্বেচ্ছাশ্রমে বাঁধ উঁচু করার কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিনথেটিক বস্তা দেওয়া হয়েছে। তাতে মাটি ভরে বাঁধ উচু করার কাজ চলছে।   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর