২৬ মে, ২০২৪ ১৫:৫৯

খানসামায় পথসভায় দুর্বৃত্তের ইটের আঘাতে প্রার্থীর দুই কর্মী আহত

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় পথসভায় দুর্বৃত্তের ইটের 
আঘাতে প্রার্থীর দুই কর্মী আহত

দিনাজপুরের খানসামায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পথসভায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে ওই চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন আহত কর্মী হলেন খানসামার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫)। আহত অপরজন হলেন একই এলাকার বাসিন্দা মনছুর আলী।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহয়ের (আনারস) নির্বাচনি পথসভায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খানসামা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাটে আনারস প্রতীকের পথসভা চলছিলো। এ সময় চেয়ারম্যান প্রার্থী সহিদুজ্জামান শাহয়ের বক্তব্যের পূর্ব মুহূর্তে অন্ধকার থেকে ঢিল ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এতে দূর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে ঘটনাস্থলে এককর্মীর মাথা ফেটে যায়। পরে সকলের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর