ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিভিন্ন সড়ক ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ফুলপুরে যে ঝড় তুফান ও বৃষ্টি হয়েছে এতে বিভিন্ন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে যেতে সাহেব রোডের অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে যেন ছোটখাটো খালে পরিণত হয়েছে। ওই রোড দিয়ে প্রতিদিন শত শত ছাত্রীরা যাতায়াত করে থাকে।
এছাড়া জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত মাদ্রাসা সংলগ্ন মহিলা কলেজ রোডে ও শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের বাসার সামনে জলাবদ্ধতা হয়। অল্প বৃষ্টি হলেই এদিক দিয়ে যাতায়াত করা যায় না। মহাসড়কের পানি ও বিভিন্ন বাসাবাড়িসহ ড্রেনের পঁচা পানি গড়িয়ে এসে সয়লাব হয়ে যায় পথটি।
এ ব্যাপারে এলাকাবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও পৌর মেয়র মি. শশধর সেনের নিকট জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল