উপজেলা পরিষদের নির্বাচনে ফেনীর বিভিন্ন কেন্দ্র থেকে এক সহকারী প্রিজাইডিং অফিসার, এক পোলিং এজেন্টসহ ১০জনকে আটক করা হয়েছে।
ফেনী সদর উপজেলার নির্বাচনে জাল ভোট প্রদানের দায়ে শহরের বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, পিটিআই কেন্দ্রে ১ পোলিং এজেন্ট ও ১জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়াও দাগনভূইয়া উপজেলার গজারিয়া কেন্দ্রে ১ জনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোনাগাজী উপজেলার ১৭ নং রাজাপুর মাষ্টার মুজিবুল হক একাডেমী কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল