ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় লালমনিরহাট সদর উপজেলায় কয়েকটি ভোট কেন্দ্রে ভোটার শূন্য দেখা গেছে। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ছিল না ভোটারের চাপ। একজন একজন করে এসে ভোট দেন ভোটাররা। নারী ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
বুধবার (২৯ মে) দুপুর টায় সদর উপজেলার চার্চ অভ গড উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, খোদ্দসাপটানা সরকার প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার শূন্য দেখা গেছে।
এদিকে চার্চ অভ গড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৩৮ ভোটে মধ্যে দুপুর ১২টায় ভোট পড়েছে ৮৫ টি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহামেদুল হক। অপর দিকে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২৭০৯ ভোটের মধ্যে ২০১ টি ভোট পড়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোমনাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।
লালমনিরহাট শহরের ভোটকেন্দ্র গুলোতে ভোটারের সংখ্যা খুবই কম। কেন্দ্রগুলোর বাহিরে লোকজনের সমগম ঘটলেও ভোটকেন্দ্রে ভোটার নেই।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সদর উপজেলায় ২লাখ ৮৯ হাজার ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন মামুন (মোটার সাইকে প্রতীক) অভিযোগ করে বলেন, সকালে ভোট শুরু হওয়ার সময় হরিণ চড়া ও রাজপুর ভোট কেন্দ্রে আমার দুজন এজেন্টকে বের করে দেয়া হয়। লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী সুজনের পক্ষে ভোট চান। বিষয়টি আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।
লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব রহমান বলেন, সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে প্রায় দশ পার্সেন্ট ভোট পড়েছে।
বিডি প্রতিদিন/হিমেল