গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ নিজ কক্ষ থেকে হুমায়ুন কবীর লিটন (৪২) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
ওই পোশাক শ্রমিক হলেন, যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার কাউরিয়া রাজাপুর গ্রামের মৃত আলী সরদারের ছেলে। তিনি সিরাজুল ইসলামের চারতলা ভবনের ছাদেও ছোট একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসাী জানান, ওই পোশাক শ্রমিক হুমায়ুন কবীর সোমবার রাতে কর্মস্থল থেকে ফিরে এসে নিজ কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।মঙ্গলবার দুপুরের দিকে বাসার অন্যান্য ভাড়াটিয়ারা দরজা বন্ধ থেকে তাকে ডাকতে যান। তাকে অনেক ডাকা ডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানায় অন্য কক্ষের ভাড়াটিয়া সদস্যরা। বাড়ীর মালিকের বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান। থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে হুমায়ুনের লাশ উদ্ধার করেন। পুলিশের ধারনা, ঘুমের মধ্যে স্টোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।
কালিয়াকৈর থানার এসআই মোঃ আজিম উদ্দিন বলেন, ঘরের দরজা ভেঙ্গে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে স্টোক করেছেন। লাশের স্বজনদের খবর দেয়া হয়েছে। তার স্বজনরা আসলে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম