শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
তুচ্ছ ঘটনায় বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
অনলাইন ভার্সন
কুমিল্লার লাকসামে নুরজাহান বেগম (৯০) নামে বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম ওই গ্রামের পশ্চিমপাড়া মিয়াজি বাড়ির মৃত মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক বাহার (৫৫) নিহত নুরজাহান বেগমের ৭ ছেলে ও ১ মেয়ের মধ্যে সবার বড়।
স্থানীয়রা জানান, ঘাতক আহসানুজ্জামান বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে ঘাড়ে উপর্যুপুরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মা নুরজাহান বেগম।
এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌঁড়ে আসলে মায়ের নিথর দেহ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সামাজিক ব্যক্তি মো. তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিক-সেদিক হলেই সে পাগলামী শুরু করে।
খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ঘটনাস্থলে ছুটে আসন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা য়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর