জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি, শিবির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল এই বিএনপি-জামায়াত।
রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লে. কর্ণেল মো. রওশনুল ইসলাম, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আহসান উল ইসলাম পিএসসি, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাংবাদিক রেজাউল করিম রঞ্জু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেল সুপার নুরশেদ আহমেদ ভুঁইয়া, র্যাব-১৩ দিনাজপুর এর কোম্পানি কমান্ডার মো. নাজমুল হক সিনি. এএসপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,জেলা আনসারের কমাড্যান্ট মো. হাছান আলী, ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে শহরের মুন্সপাড়া তাজ ভবন হতে লোকভবনের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
বিডি প্রতিদিন/এএ