নেত্রকোনায় চলতি বছরের জুন মাসের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা সভায় জেলার ১০ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে সার্কেল অফিসার ও থানা ইনচার্জসহ মোট ১০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সভা চলার সময়ে তাদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান মাসিক রিপোর্ট তুলে ধরেন। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার ১০ থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক, সপ্তম বারের মতো মডেল থানার ওসি আবুল কালাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিছুর আশেকীন ও শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আইসিটিসহ ১০ জনকে শ্রেষ্ঠ হিসেবে ভূষিত করে পুরস্কার প্রদান করা হয়। অস্ত্র, গুলি, জঙ্গিসহ বিভিন্ন অপারেশনে সফল হিসেবে তাদেরকে বাছাই করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ