আগামী ৫ আগস্ট মুক্তিযোদ্ধা শেখ কামাল ও ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন সবাই। যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মাধ্যমে এবারো ব্যাপক পরিসরে জন্মবার্ষিকী ও শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মেহের নিগারসহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ