বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ সভাপতি সাইয়েদা উম্মে খায়ের, শাকিল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু হাসনাত রুম্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন রানা, সদর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব হাসান রনি, সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ