বাগেরহাটের মোল্লাহাটে সড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত এক নারী যাত্রী নিহত ও ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনার থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী যাত্রীবাহী বাসটি রবিবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় পেট্রোল পাম্প এলাকায় পৌছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। তবে এখনও ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ১৩ জনকে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত বাস সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নুরুজ্জামান।
বিডি প্রতিদিন/এএম