শেখ হাসিনার দেশ ত্যাগ এবং সরকার পতনের খবরে উচ্ছ্বসিত পঞ্চগড়ের আপামর জনগণ। আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এসময় মিষ্টি বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ম্যুরাল ভেঙে ফেলে।
এদিকে, আন্দোলনকারীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ভাঙচুর করে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তার বাড়িতে আগুন দেয়।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ি ও অ্যাসিল্যান্ডের গাড়ি ভাঙচুর করে। আহমদ নগরে কাদীয়ানীর উপর হামলা করে আন্দোলনকারীরা।
বিডি প্রতিদিন/এমআই