ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থমথমে পরিস্থিতি থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে লক্ষ্মীপুর। তবে জনমনে এখনো আতঙ্ক কাটেনি। সড়কে দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের। বুধবার সকাল থেকেই শৃঙ্খলা ফেরাতে মাঠে শিক্ষার্থীরা কাজ করতে দেখা গেছে।
জেলা শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা। শহরের চকবাজার, উত্তর তেমুহনী (শহীদ আফনান চত্বর), দক্ষিণ তেমুহনী (শহীদ মাসরুর চত্বর), ঝুমুর (বৈষম্য বিরোধী আন্দোলন চত্বর) সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন।
এ ছাড়া এদিন সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা কালি বাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ ছাড়াও স্থানীয়রা রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন।
বিডি প্রতিদিন/এমআই