৮ আগস্ট, ২০২৪ ১৯:৪০

নড়াইলে বিএনপি-জামায়াত নেতাদের আশ্বাসে দোকান খুললেন ব্যবসায়ীরা

নড়াইল প্রতিনিধি


নড়াইলে বিএনপি-জামায়াত নেতাদের আশ্বাসে দোকান খুললেন ব্যবসায়ীরা

নড়াইলে বিএনপি-জামায়াত নেতাদের দেয়া নিরাপত্তার আশ্বাসে দোকান খুললেন রুপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের অজানা আতংক দূর করতে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ।নিরাপত্তার ব্যাপারে নেতৃবৃন্দের নিশ্চয়তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার পুরোদমে দোকান খোলেন তারা । 

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অজানা আশংকায় বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার ফসিয়ার রহমান, যুবদলের জেলা সেক্রেটারি সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফরিদ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ রুপগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করার ব্যাপারে কথা বলেন। এর আগে জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জুয়েলারী দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বেেলন। বিএনপি-জামায়াতের নেতাদের পাশে পেয়ে খুশি হন তারা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর