যশোরে সীমিত পরিসরে থানা-পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে পুলিশ সদস্যরা থানায় যোগ দিতে শুরু করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ভয়-ভীতি কাটিতে উঠতে পেরেছে। থানায় দায়িত্বরত সকল পুলিশ সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানানো হয়েছে। যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, জেলার ৮টি থানাতেই পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। দ্রুতই মাঠপর্যায়ে তারা কাজ শুরু করবেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ