বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার সমন্বয়কদের সাথে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করবে। তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষজনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করছি। সভায় আন্দোলনকারী ছাত্র নেতারা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অধিকতর অনিয়মের কথা ব্যক্ত করেন। অভিযোগকৃত দপ্তর গুলো হলো, থানা, ভুমি অফিস, শিক্ষা অফিস, প্রকৌশলীর অফিস, পিআইও অফিস, হাসপাতাল, বাজার মনিটরিং সহ বেশ কিছু অভিযোগ দাখিল করার পাশাপাশি দ্রুত অভিযোগ গুলো আমলে এনে জনগণকে এর সুফল ভোগ করার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুন্না ইসলাম (রা.বি.), সাকিব আল হাসান শিহাব (ঢাবি), মাসুদ রানা শেখ (ঢাকা কলেজ), ইউসুফ মণ্ডল উল্লাস (তিতুমীর কলেজ), অর্ণব আহমেদ সামিদ (TMSS), মো. রবিউল ইসলাম (পলাশবাড়ী সরকারি কলেজ), রায়হান কবীর রাহেন (রাবি), সহ আরো অন্যান্যরা এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।বিডি প্রতিদিন/এএম