কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাহা ফিলিং ষ্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল ক্রেতাকে পরিমাপে কম দেওয়ার অভিযোগে পাম্পটি বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে উপজেলার জয়মনিরহাটের পাশে মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ অভিযোগ প্রমাণিত হলে তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী ওই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার পথে তেল পরিমাপে কম দেওয়া হয়েছে বলে সন্দেহ হয়। তারা ২.২৫ লিটারের একটি বোতলে তেল ঢেলে ১৩.৫৬ টাকার তেল কম দেখতে পায়। পরে তাৎক্ষণিক তেল কম দেয়ার বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানায় মোটরসাইকেল আরোহীগণ। এরপর শিক্ষার্থীরা দ্রুত ফিলিং স্টেশনে গিয়ে এর সত্যতা পেলে মেসার্স সাহা ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।
স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী এ ব্যাপারে বলেন, তেল শেষ হয়ে আসলে তেলের লেভেল নিচে নেমে আসে এবং মাপের কিছুটা কম বেশি ঘটে। তাই এমনটি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল