১২ আগস্ট, ২০২৪ ১৩:২৪

কুষ্টিয়ায় পুলিশের কার্যক্রম শুরু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় পুলিশের কার্যক্রম শুরু

কুষ্টিয়ায় পুরোদমে শুরু হলো পুলিশের কার্যক্রম। কুষ্টিয়া মডেল থানা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার আলমগীর হোসেন পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তারা পুলিশকে ফুল ও কোরআন শরীফ উপহার দেন। একই সঙ্গে কুষ্টিয়ার বাকি ৬টি থানাতেও পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ সুপার বলেন, পুরোদমে পুলিশের কার্যক্রম শুরু হলো। ট্রাফিক পুলিশও কাজ শুরু করেছে। থানা থেকে চুরি যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর