ট্রাফিক পুলিশ কাজে যোগ দেয়ায় যানজট কমছে বগুড়ায়। গতকাল রবিবার বিকেলে থেকে সীমিত পরিসরে সড়কে যানজট নিরসনে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। আজ সোমবার সকাল থেকে পুরোদমে শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও যানজট নিরসনে কাজ করছেন। ফলে স্বস্তি ফিরেছে জনমনে।
জানা যায়, শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। বগুড়ার বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন পুলিশ সদস্যরা। ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা। নতুন সরকার দায়িত্ব নিলে ধাপে ধাপে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন তারা। টানা ৭ দিন পর কাজে যোগদান করেন তারা। এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা। এর আগে গত কয়েকদিন ধরেই ট্রাফিক পুলিশ না থাকায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনে শহরে কাজ করছে। তাদের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও কাজ করছে। ট্রাফিক পুলিশ মাঠে থাকলেও শিক্ষার্থীরা তাদের সাথেই কাজ করবেন।
সোমবার দুপুরে শহরের সাতমাথা, থানা মোড়, দত্তবাড়ি, ইয়াকুবিয়া মোড়, নবাববাড়ি সড়ক, ঘোড়াপট্টিসহ গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা যায়। তারা শহরে যানজট নিরসনে কাজ করছেন। পুলিশ কাজে যোগদান করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। পাশাপাশি নির্বিঘ্নে চলাচল করছেন শহরবাসী।
বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, গতকাল রবিবার বিকেলে থেকে বগুড়ায় সীমিত পরিসরে পুলিশ কাজে যোগদান করেছেন। আজ সোমবার সকাল থেকে পুরোদমে পুলিশ মাঠ রয়েছে। বগুড়া শহরে যানজট নিরসনে কাজ করছেন তারা। এ কারণে শহরে যানজট কমেছে।
বিডি প্রতিদিন/নাজমুল