সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাগিচাপাড়া এলাকা এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ভুট্টা বোঝাই একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- লালমনিরহাটের কালিগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম, একই থানার কাশিরামপুর গ্রামের মৃত জহির আলীর ছেলের রবিউল ইসলাম ও সুতিধার গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো উসমান গনি বুধবার প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় ট্রাকযোগে ভুট্টার বস্তার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএম