ঢাকার ধামরাইয়ে শেখ হাসিনা ও তার দোষরদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিএনপি ও যুবদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন।
শুক্রবার বিকেলে যাদবপুর ইউনিয়নের বিএনপি ও যুবদলের আয়োজনে যাদবপুর হাইস্কুল মাঠে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এসময় বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবি করেন।
বিডি-প্রতিদিন/শআ