গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ছাত্র ও জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম