ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ঝর্ণা আক্তার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু। রবিবার দুপুরে উপজেলার বাসুটিয়া ইটভাটা সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। বৃদ্ধা ঝর্ণা আক্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামের বাসিন্দা।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কার্তিক চন্দ্র রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রেনে কাটা পড়া বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম