রংপুর মহানগর বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ যোহর নগরীর মেডিকের পূর্বগেট বায়তুর রমজান জামে মসজিদে দোয়া মাহফিলে বন্যায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া বন্যায় আহত ও অসুস্থদের সুস্থতা কামনা, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়নসহ মহানগর বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল