নড়াইল সদর উপজেলার দত্তপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো: তাজিম হোসেন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত তাজিম নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাজিন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে লোহাগড়ার দিকে যাওয়ার পথিমধ্যে দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃতুঞ্জয় বিশ্বস জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ