কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতিসহ বিক্ষোভ-সমাবেশ করেছে।
সোমবার বেলা ১১টায় হাসপাতালের সমনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
সমাবেশে বক্তব্য দেন ডা. হেদাইয়াত সৌরভ, ডা. অমিয় সকার, ডা. দেব বিশ্বাস, ডা. তাহমিদ ও ডা. রাব্বিয়া।
বিডি প্রতিদিন/এমআই