কুমিল্লায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের মালের বাড়ির ফরিদ উদ্দিনের মেয়ে মোসাম্মদ লিপি আক্তার (৩৫) ও লিপির মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী।
নিহত মোসাম্মদ লিপি আক্তারের মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, ফুফাতো বোনের মেয়ে লামিসা আক্তার সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে দিয়ে আসতো। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতো। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। এসময় সুগন্ধা নামের একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগনিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর মারা গেছে।
তিনি বলেন, লামিসার বাবা সৌদি প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন। কিভাবে তিনি এই শোক সইবেন জানিনা।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম