কুড়িগ্রামের রাজারহাটে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের টগরাইহাট এলাকার কেন্দ্রা গ্রামে একটি পুকুর পাড়ে তাকে সাপে কামড় দিলে সে গুরুতর অসুস্থ্য হয়। পরে আজ দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
টগরাইহাট বাজারের ব্যবসায়ীরা জানান,টগরাইহাট এলাকার কেন্দ্রা গ্রামের নুর ইসলামের ছেলে লিমন মিয়া রাত ৯টার দিকে টগরাইহাট বাজারের একটি দোকানের পিছনে প্রস্রাব করার জন্য পুকুরের পাশে একটি ঝোঁপে যায়। এসময় তার অজান্তে আকষ্মিকভাবে একটি বিষধর সাপ এসে কামড় দিলে লিমন মিয়া গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এরপর তার চিৎকারে বাজারের লোকজনকে দ্রুত এসে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে সে মারা যায়।
পরে তার মরদেহ বাড়িতে এনে কবিরাজী ওঝা দিয়ে ঝাড়ফুক করলেও তাকে আর বাঁচাতে পারেনি তার স্বজনরা।
বিডি প্রতিদিন/এএম