বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাজলা ও চালুয়াবাড়ী ইউনিয়নবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম। পরে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মানিকদাইড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা চালুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন প্রতিরোধে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিজানুর রহমান পলাশ , সেলিম খান, সৈকত আলী, সাবেক ইউপির সদস্য হাসান আলী, সাইফান রহমানে, দুর্জয় আহমেদ স্বপন, সাইফুল ইসলাম বুলবুল, মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম, এসডি রুবেল, লিয়াকত আলী, আসলাম বেগ, সোহাগ বাবু, জাহাঙ্গীর আলম, আতিকুল ইসলাম, শাকিল খান, সনি, জাহিদ, মাসুদ, অন্তর, তালেব, মহিদুল, মনির, শামীম মিয়া, রুবেল, শফিকুল, জেদনী, আনোয়ার, রবিউল,সাবু, গফুর, রাকিবুল, রাব্বী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিনে উপজেলার কাজলা এবং চালুয়াবাড়ী ইউনিয়নের শতশত পরিবার যমুনা নদী ভাঙনের শিকার হয়েছেন। তারা এখন বিভিন্ন এলাকায় অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নদী ভাঙন প্রতিরোধে অতি দ্রæত প্রয়োজণীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এএম