জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক ভিপি নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এর নিবন্ধিত হওয়ায় বগুড়ায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের বগুড়া জেলা শাখার আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ নেতা রেজাউল দিপন, ছাত্র অধিকার পরিষদের নেতা পলাশসহ আরও অনেকে। আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ এর বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ভিপি নুর। তাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন তিনি বলেছেন হাসিনা সরকার ৯০ ভাগ পড়ে গেছে। এখন শুধু ১০ ভাগ বাকি আছে। আপনারা শুধু ধাক্কা দিন, তাহলেই পড়ে যাবে। ছাত্র জনতার ধাক্কায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এই সরকার পতনের ডাক ২০১৮ সাল থেকে কোটা বিরোধী আন্দোলন করে আসছিল ভিপি নুর। তারই দেখানো পথে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।
তারা আরো বলেন, এখন থেকে গণ অধিকার পরিষদ দেশে বিভিন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে অংশগ্রহণ করবেন তাদের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এএম