বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক সন্তানের জননী এক নারী প্রবাসী। রবিবার বিকেল থেকে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর বাড়িতে অবস্থান করছেন তিনি।
অনশনকারী নারী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার মেয়ে। সেও সৌদি প্রবাসী।
মুক্তা জানায়, উভয়ে দুবাই থাকার সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিবাহিত ও এক সন্তানের জননী জানার পরেও তাকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় ১৫ লাখ টাকা নিয়েছে। দুই বছর পূর্বে দেশে ফিরে উভয়ে সৌদি আরব যায়। কিছুদিন পূর্বে আরিফ দেশে ফিরে এসে বিয়ে করেছে। এ খবর পেয়ে গত শনিবার তিনি দেশে ফিরে আসেন। বিয়ের দাবিতে রবিবার বিকেলে আরিফের বাড়িতে এলে সে পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল