রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মুকুল বিশ্বাস (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুল বিশ্বাস জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের অশ্বীনি বিশ্বাসের ছেলে। রাজবাড়ী জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেটকারের আরেক যাত্রী মান্নান শেখ বলেন, আমরা সকালে পাংশা থেকে প্রাইভেটকার ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে দ্রুত গতির একটি ট্রাক আমাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে মুকুল বিশ্বাস। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল