গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়কে দুই সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা এলাকার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম অসাদুজ্জামান। এর আগে সোমবার রাতে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার এলাকায় ওই দুই সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি সিএনজির চালক আব্দুস সামাদ মন্ডল ঘটনাস্থলেই মারা যান। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম