ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১৫টি ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা মাদ্রাসার দরজা ভেঙে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে কম্পিউটার চুরি করে নিয়ে যায় এবং ল্যাবের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চৌকিঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম জানান, সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। অনেক কষ্ট করে আমি আমার মাদ্রাসায় ল্যাবটি সাজিয়েছিলাম। ১৫টি কম্পিউটার চুরি করে নিয়ে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা বলেন, মাদ্রাসার সুপার বিষয়টি আমাকে জানিয়েছেন। চুরির বিষয়ে তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ